ঢাকা: এনকাউন্টারে মৃত্যু ব্লগার অভিজিৎ রায় খুনের ঘটনায় মূল অভিযুক্তর।


এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ ভোরবেলা ঢাকায় এনকাউন্টারে মৃত্যু হয় তার। অভিযুক্ত সন্ত্রাসবাদী আনসারউল্লা বাংলা টিমের সদস্য। পুলিশের খাতায় তার নাম ছিল শরিফুল ওরফে শরিফ। কিন্তু এর আগে বেশ কিছু নাম নিয়ে সন্ত্রাসবাদী কাজকর্ম করেছে সে। তার সন্ধানে গোটা দেশে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অভিযুক্তের মাথার দাম ধরা হয়েছিল বাংলাদেশী মুদ্রায় ৫০০,০০০ টাকা।

প্রসঙ্গত, এবছরই একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত বইমেলার ঠিক বাইরে ভাষা শহিদ মিনারের অদূরে সস্ত্রীক অভিজিতের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে কোপানো হয়। হাসপাতালে মারা যান জনপ্রিয় লেখক ও ব্লগার অভিজিৎ। গুরুতর আহত হন তাঁর স্ত্রী রফিদা আহমেদ। শরিফই সেই হামলার মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। পুলিশের অনুমান ব্লগার নিলাদ্রিকে খুনের ঘটাতেও জড়িত ছিল এই শরিফ।