কক্সবাজার:  বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরগুলিতে ঠাসাঠাসি করে রয়েছে রোহিঙ্গা উদ্বাস্তুরা। মায়ানমারের রাখাইন প্রদেশে জাতিগত সংঘাত ও হিংসার কারণে প্রায় পাঁচ লক্ষ রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু এখনও শরণার্থীদের স্রোত অব্যাহত রয়েছে। হাজার-হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে আসছে। সেই ছবি ধরা পড়েছে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত দফতরের ড্রোন থেকে তোলা ছবিতে। প্রত্যক্ষদর্শীরাও একই কথা বলছেন।


ইউএনএইচসিআরে গতকালের তোলা ভিডিওতে দেখা গিয়েছে, হাজারে হাজারে রোহিঙ্গা দক্ষিণ বাংলাদেশের পালোং খালির এলাকার একটি সংকীর্ণ ভূখণ্ড বেয়ে এগিয়ে আসছে। ওই ভূখণ্ডের দুই দিকই বৃষ্টির জলে প্লাবিত। শরণার্থীদের লাইন কয়েক কিলোমিটার লম্বা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত রবিবার থেকে শরণার্থীদের ঢল নতুন করে নেমেছে। তাদের মধ্যে অনেকেই গত মঙ্গলবার বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছয়। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটকালে তারা ধান জমিতেই রাত কাটায়।

স্থানীয় সরকারি আধিকারিক মহম্মদ মিকারুজ্জামান বলেছেন, গত রবিবার থেকে পায়ে হেঁটে বা নৌকায় করে প্রায় ২০০০ শরণার্থী পৌঁছেছে।

রাষ্ট্রপুঞ্জের হিসেব অনুযায়ী, গত ২৫ আগস্ট হিংসা শুরু হওয়ার পর প্রায় ৫,৩৭,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত আট সপ্তাহে সেই ধারায় কিছুটা ছেদ পড়ে। কিন্তু ফের ঢল শুরু হয়েছে।