কুয়ালা লামপুর: এবার বিদেশে সমস্যার সম্মুখীন ‘পদ্মাবত’। মালয়েশিয়ায় নিষিদ্ধ হল সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবিটি।


ভারতে বিতর্ক হয়েছে রানী পদ্মাবতীর চরিত্রকে খারাপ ভাবে প্রদর্শন করার জন্য। ছবি নিষিদ্ধ করার ডাক দেয় রাজপুত সংগঠনগুলি।


কিন্তু, মালয়েশিয়ায় ছবিটি নিষিদ্ধ হওয়ার নেপথ্যে ছবির ‘খলনায়ক’ আলাউদ্দিন খিলজির চরিত্র। ছবিতে ইসলামের ‘ভাবমূর্তি’ ক্ষুন্ন হয়েছে দাবি তুলে ছবি নিষিদ্ধ করল মালয়েশিয়া প্রশাসন।


মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ছবিতে আলাউদ্দিন খিলজিকে অহংকারী, নিষ্ঠুর ও অমানবিক হিসেবে দেখানো হয়েছে।


মালয়েশিয়া প্রশাসনের যুক্তি, আলাউদ্দিন খিলজির চরিত্রকে ‘খারাপভাবে’ দেখানোর ফলে ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কারণ, খিলজি সুলতানতন্ত্রের প্রতিনিধি ছিলেন।


এদিন, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার সেন্সর বোর্ড (এলপিএফ)-এর চেয়ারম্যান জামবেরি আব্দুল আজিজ বলেন, ছবির গল্প ইসলামীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। এটা মালয়েশিয়া উদ্বেগের বিষয়।


জানা গিয়েছে, নিষিদ্ধ হওয়ার বিরুদ্ধে আপিল কমিটিতে আবেদন করেছিল ছবির নির্মাতারা। কমিটি সেই আবেদনও খারিজ করে দিয়েছে।