২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় কন্যাশ্রী প্রকল্প। ইতিমধ্যে যে প্রকল্পের আওতায় ৪০ লক্ষ ছাত্রী। ইউনেস্কোর তরফেও স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রকল্পকে। কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর কীভাবে স্কুলছুট, নাবালিকা বিবাহ, নারী পাচার কমেছে, সে সব কথাই শুক্রবারের অনুষ্ঠানে তুলে ধরেন মমতা। কন্যাশ্রীর পাশাপাশি সবুজসাথী সহ অন্যান্য প্রকল্পের কথাও বলেন মুখ্যমন্ত্রী। বিশ্বমঞ্চে তুলে ধরেন মহিলাদের ক্ষমতায়নের কথাও।