নাইজেরিয়ার আনাম্ব্রা প্রদেশের দক্ষিণে ইহিয়ালা গ্রামের বাসিন্দা আজুবুইকে নামের লোকটি নাকি কোনও এক সময় বাবাকে দামী গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাবা বেঁচে থাকতে পূরণ করা সম্ভব হয়নি। তাই বুড়ো বাবা মারা যাওয়ার পর ৬৬ হাজার ইউরোয় (ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬০ লাখ টাকা) একেবারে নতুন একটি বিএমডব্লু কেনেন। সেই গাড়িতে বাবাকে শায়িত রেখে কবর খুঁড়ে সেটি ঢুকিয়ে মাটি চাপা দেন।
সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, গাড়িটি কবরের ভিতরে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে।
বাবার জন্য এত দামী গাড়ি কেনা তাঁর কাছে অর্থের অপব্যয় মনে না হলেও সোস্যাল মিডিয়ার লোকজন আজুবুইকেকে রেহাই দিচ্ছে না। এটা নাকি তাঁর 'স্বার্থপরতা', 'নির্লজ্জের মতো বৈভবের প্রদর্শন' বলে মনে হচ্ছে অনেকের। কেউ বলেছে, ওকে এজন্য গ্রেফতার করা উচিত। লোকটা মনে হয় পাগল। ওকে মানসিক রোগ সারানোর ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করালে হয়।
আরেকজন বলেছেন, ওই অর্থে সবার কাজে লাগে এমন কিছু তৈরি করে প্রয়াত বৃদ্ধের নামে উত্সর্গ করা যেত।
তবে কটাক্ষ, সমালোচনার মধ্যে এও শোনা যাচ্ছে, ঝাঁ চকচকে গাড়িতে বাবাকে শুইয়ে কবরে পাঠানোর ভাবনাটি নাকি নাইজেরিয়ার একটি মুভি থেকে ধার করা। এর সত্যতা নিয়ে সংশয় থাকলেও একজন বলেছেন, এটাই যদি হয়ে থাকে, তবে প্রশ্ন উঠবেই, কেন বাবা জীবিত থাকাকালে গাড়ি কেনার পয়সা ছিল না, মরে যেতেই চলে এল!