জিমে আড়াই কেজির ডাম্বেলে ৩ ঘণ্টা আটকে যৌনাঙ্গ, হাসপাতালে জার্মান যুবক
Web Desk, ABP Ananda | 18 Sep 2017 02:45 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
মিউনিখ: জিমে আড়াই কেজি ওজনের একটি ডাম্বেলের ফুটোয় যৌনাঙ্গ আটকে গিয়ে বিপাকে জার্মানির ওয়ার্মস শহরের এক যুবক। তিন ঘণ্টা পরে তাঁকে উদ্ধার করেন দমকলের কর্মীরা। ডাম্বেল ফাটিয়ে ওই যুবককে মুক্ত করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরের কতটা ক্ষতি হয়েছে, সেটা এখনও বলতে পারছেন না চিকিৎসকরা। ওই যুবকের যৌনাঙ্গ কীভাবে ডাম্বেলের ফুটোয় আটকে গেল, সেটা স্পষ্ট নয়। ডাম্বেলের ফুটোয় যৌনাঙ্গ আটকে যাওয়ার পর তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন দেখে জিমের বাকিরা তাঁর সাহায্যে এগিয়ে আসেন। কিন্তু বহু চেষ্টাতেও কিছু করা যায়নি। এরপর ওই অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসকরা ডাম্বেল থেকে যৌনাঙ্গ আলাদা করতে পারেননি। অবশেষে দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা বিশেষ যন্ত্রের সাহায্যে ডাম্বেলটি ফাটিয়ে ওই যুবককে মুক্ত করেন।