লস অ্যাঞ্জেলস: গাছপালা, পশুর সঙ্গে বিয়ে হওয়ার কথা আখছার শোনা যায়। কিন্তু তাই বলে স্মার্টফোনের সঙ্গে বিয়ে! সর্বক্ষণের সঙ্গীকেই জীবনসঙ্গী করে নিলেন আমেরিকার লাস ভেগাসের এক ব্যক্তি।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রীতিমত আচার অনুষ্ঠান মেনে নিজের স্মার্টফোনকেই বিয়ে করেছেন আরোন শেরভেনক। লাস ভেগাসের রীতি মেনে বিয়ের পোশাকও পরেছেন তিনি। যদিও কনেকে বিয়ের সাজে সাজানো যায়নি। একটা প্রোটেকটিভ কেসেই রাখা হয়েছে তাকে।
সেদেশের রীতি অনুযায়ী যিনি বিয়ের আচার অনুষ্ঠান পালন করেন, তাঁর সামনেই অ্যারন বলেন, তিনি স্মার্টফোনটিকে আইনত স্ত্রীর মর্যাদা দিলেন। সারাজীবন তিনি তাঁকে ভালোবাসবেন, সম্মান করবেন, আরামে রাখবেন। এবং সর্বোপরি বিশ্বাসযোগ্যতা অটুট রাখবেন।
শিল্পা তথা পরিচালক অ্যারন বলেন, মানুষ সর্বক্ষণ তাঁদের ফোনের সঙ্গে জড়িয়ে রয়েছে। একমুহূর্ত চলে না ফোন ছাড়া। যেন ফোনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক। সেটাকেই স্বীকৃতি দিলেন তিনি।
স্মার্টফোনের সঙ্গে বিয়ে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2016 07:49 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -