লস অ্যাঞ্জেলস: মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সম্মানে নামাঙ্কিত ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’-কে ভেঙে দিলেন এক জনৈক ব্যক্তি।


সংবাদসংস্থা সূত্রে খবর, জেমস ল্যাম্বার্ট ওটিস নামক ওই ব্যক্তি নির্মাণকর্মী সেজে ঢুকে হলিউড বুলেভার্ডে থাকা ওই স্থাপত্যকে গাঁইতি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দেন।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওটিস ডলবি থিয়েটারের কাছে রাখা ওই স্থাপত্যকে গাঁইতি দিয়ে ভাঙছেন। সেখানে ট্রাম্পের নাম ও তাঁর টেলিভিশনের লোগো সরাচ্ছেন। তাঁর সেই কীর্তিকলাপ রেকর্ড করেন উপস্থিত কয়েকজন।

কিন্তু কেন এমন করলেন ওই ব্যক্তি? ওটিস জানান, তিনি ভেবেছিলেন, ‘স্টার’-টি ভেঙে তা নিলাম করবেন। উদ্দেশ্য ছিল, যে টাকা উঠবে, তা দিয়ে সেই সব ১১ মহিলাকে সাহায্য করবেন, যাঁরা ট্রাম্পের হাতে যৌন হয়রানির শিকার হয়েছেন।



তিনি বলেন, (ট্রাম্পের কার্যকলাপে) আমি ভীষণই দুঃখিত ও বিষন্ন। তিনি এখনও মহিলাদের অসম্মান করেন। এমনকী, মহিলাদের সঙ্গে অতীতে করা যৌন হয়রানি নিয়েও মজা উপভোগ করেন।

ওটিস আরও জানান, তাঁর পরিবারেই এমন অনেকে রয়েছেন, যাঁদের বিভিন্ন সময়ে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। ফলে তিনি জানেন, বিষয়টি কতটা বেদনাদায়ক।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ লাভ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি ‘দ্য অ্যাপ্রেনটিস’ নামের একটি সিরিজে কাজ করার জন্য খ্যাতি লাভ করেছিলেন।

হলিউড চেম্বার অফ কমার্সের সিইও লেরন গাবলার জানান, যা ক্ষতি হয়েছে, তা মেরামত করতে ৩ হাজার থেকে ১০ হাজার ডলার খরচ হবে।