ওয়াশিংটন: আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠী আল কায়দার দুই শীর্ষ নেতাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাল আমেরিকা। পেন্টাগন এ কথা জানিয়েছে। এই দুই জঙ্গি নেতার মধ্যে একজন আফগানিস্তানে মার্কিন বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িত ছিল।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক জানিয়েছেন, গত ২৩ অক্টোবর কুনার প্রদেশে দুই আল কায়দা নেতা ফারুক আল-কাতানি এবং বিলাল আল-উতাবিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ওই হানায় দুই জঙ্গি নেতা নেতার মৃত্যু হয়েছে বলেই মনে করছে মার্কিন সেনাবাহিনী। তবে এ বিষয়ে নিশ্চিত খবর এখনও পাওয়া যায়নি।

পিটার কুক বলেছেন, ওই হামলার ফলাফল এখনও বিশ্লেষণ করে দেখা হচ্ছে। ওই দুই নেতা মৃত্যু হলে তা আফগানিস্তানে আল কায়দার পক্ষে বড় ধাক্কা হবে।

উত্তর-পশ্চিম আফগানিস্তানে আল-কায়দার আমির হিসেবে নিযুক্ত আল-কাতানির ওপর সেদেশে সংগঠনের মুক্তাঞ্চল ফের গড়ে তোলার দায়িত্ব ন্যস্ত ছিল। আল কাতানিই মার্কিন সেনা ও তার শরিকদের ওপর হামলার পরিকল্পনার মূল চক্রী।

আল-উতবিও আফগানিস্তানে আফগানিস্তানে আল কায়দার খবরদারি ফের কায়েমের চেষ্টা চালাচ্ছিল। একইসঙ্গে নতুন সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণের দায়িত্ব ছিল আল-উতবির।

দীর্ঘ সময় ধরে নজরদারি চালানোর পর ওই দুজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জঙ্গিদের মূল মাথাদের খতম করার জন্য এ ধরনের হামলা চালানো হয় বলে পেন্টাগন জানিয়েছে।