লাহোর: পাকিস্তানে ফের ভয়াবহ বিস্ফোরণ। আজ বৃহস্পতিবার লাহোরের লাহোরি গেটের কাছে শক্তিশালী  বিস্ফোরণে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর।  এই ঘটনায় আরও ২৩ জন জখম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য আধিকারিকরা। 


পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, লাহোরের ডিআইজি অপারেশন ড. মহম্মদ আবিদ খান বলেছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। 


লাহোরের কমিশনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ উসমান ইউনিস বলেছেন, অন্তত তিন জন বিস্ফোরণে প্রাণ হারিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, ঘটনাস্থলে বিস্ফোরক রাখা হয়েছিল। ওই বিস্ফোরক আইইডি ছিল, না টাইমড ডিভাইস, তা এখনও জানা যায়নি। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ করছে। 


মায়ো হাসপাতালের আহতদের অনেককেই নিয়ে আসা হয়। এই হাসপাতালের সুপার জানিয়েছেন, সেখানে দুটি মৃতদেহ এসেছিল। জখম অবস্থায় আনা হয়েছিল ২৩ জনকে। চারজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তাঁদের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 


তীব্র বিস্ফোরণে আশেপাশের ঘরবাড়ির জানালার কাচ ভেঙে যায়। বিস্ফোরণ স্থলের কাছে  পার্ক করে রাখা গাড়ি ও মোটরসাইকেলগুলিও ক্ষতিগ্রস্ত হয়। 
পুলিশ জানিয়েছে, পান মাণ্ডির সামনে বিস্ফোরণ হয়। এখানেই ভারতীয় পণ্যসামগ্রী বিক্রি হয়ে থাকে। মোটর সাইকেলে করে বিস্ফোরক রাখার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। 


বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। বাজার-দোকান বন্ধ হয়ে যায়। আচমকা বিস্ফোরণে দিশেহারা মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। 


ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানা যায়নি। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এই ঘটনায় জখমদের সব ধরনের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার বন্দোবস্ত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি এই ঘটনায় পঞ্জাব সরকারের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছেন।