নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষমূলক, আগ্রাসী কথাবার্তা ফেসবুক যেভাবে প্রতিফলিত হয়েছে, তাতে খুশি নন ১৪০ জনের বেশি বিজ্ঞানী। এ নিয়ে তাঁরা ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গকে খোলা চিঠিও লিখেছিলেন।

সেই চিঠির জবাব দিলেন জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। তাৎপর্যপূর্ণ হচ্ছে, ওই ১৪০জন বিজ্ঞানী জুকারবার্গ প্রকল্পের অধীনেই কর্মরত। জবাবি চিঠিতে বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন জুকারবার্গ ও চ্যান। সেই সঙ্গে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের অসংবেদনশীল, উত্তেজনা ও বিভেদ সৃষ্টিকারী কথাবার্তায় তাঁরাও বিরক্ত আর ভীষণভাবে বিচলিত।



জুকারবার্গ ও চ্যানের জবাবি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের কথাবার্তা প্রসঙ্গে ফেসবুকের অবস্থান বোঝানোর জন্য ব্লগ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। চ্যান-জুকারবার্গ প্রকল্প (সিজেআই)-এর শীর্ষ আধিকারিকরা জবাবে জানিয়েছেন যে, বর্ণবিদ্বেষমূলক ও সংবেদনশীল বিষয়ে আরও সতর্কভাবে সামলানোর ব্যাপারে যত্নশীল হতে হবে ফেসবুক-কে। তবে ফেসবুক ও সিজেআই, উভয়েরই মালিক জুকারবার্গ হলেও এই প্রসঙ্গে দুইয়ের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন স্বয়ং জুকারবার্গ।