ওয়াশিংটন: হোয়াইট হাউসে যাওয়া নিয়ে রীতিমত দর কষাকষি করেছিলেন মেলানিয়া ট্রাম্প। ২০১৬-য় ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আমেরিকার ফার্স্ট লেডি তাঁর বিবাহ পূর্ব চুক্তি পর্যালোচনা করতে বসেন। তাই হোয়াইট হাউসে পদার্পণ করতে দেরি হয় তাঁর। একটি বই এমনটাই দাবি করেছে।


বইটি লিখেছেন বিখ্যাত এক মার্কিন সংবাদপত্রের সাংবাদিক মেরি জর্ডন। নাম দ্য আর্ট অফ হার ডিল: দ্য আনটোল্ড স্টোরি অফ মেলানিয়া ট্রাম্প। তাতে বলা হয়েছে, স্বামী প্রেসিডেন্ট ভোটে জেতার পরেও হোয়াইট হাউসে যেতে মেলানিয়া ইচ্ছে করে দেরি করেছিলেন কারণ বিষয়টি অস্ত্র হিসেবে ব্যবহার করছিলেন তিনি। বিবাহ পূর্ব চুক্তিতে ট্রাম্পের সঙ্গে তাঁর যে আর্থিক বোঝাপড়া ছিল, তা-ই কিছুটা বাড়িয়ে নিয়েছিলেন।কারণ হিসেবে অবশ্য বলেছিলেন, ছেলে ব্যারনের যত্নআত্তির খরচ। বইটিতে এমন সব লোকের  ১০০-র বেশি সাক্ষাৎকার রয়েছে যাঁরা মেলানিয়াকে তাঁর জীবনের প্রতিটি পর্যায়ে খুব কাছ থেকে দেখেছেন- স্লোভেনিয়ার শৈশব থেকে হোয়াইট হাউসে ফার্স্ট লেডি হওয়া পর্যন্ত।

হোয়াইট হাউস অবশ্য এতদিন দাবি করেছিল, ফার্স্ট লেডি তাঁদের ছেলে ব্যারনের নিউ ইয়র্কের স্কুলে পড়াশোনায় বাধা পড়ুক চাইছিলেন না, তাই স্বামীর কাছে আসতে দেরি করছিলেন। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রবল সমালোচনা হয়, হোয়াইট হাউসের বাইরে মেলানিয়া ও ব্যারনকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে কত ডলার জলে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে।