সান ফ্রানসিস্কো: ফের বাবা হতে চলেছেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। ফেসবুক স্রষ্টা নিজেই গতকাল একথা পোস্ট করে জানিয়েছেন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে।



তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন প্রিসলিয়া এবং আমি ভীষণ খুশি, কারণ আমরা শীঘ্রই ম্যাক্সের জন্যে আরেকটি সঙ্গী আনতে চলেছি। আমার আশা ফের আমাদের মেয়েই হবে।

জুকেরবার্গ আরও লেখেন, ম্যাক্স-এর জন্মের আগে  তাঁদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই তাঁরা একটু চিন্তায় ছিলেন, ফের সন্তান নেবেন কিনা। কিন্তু অল্প কয়েকদিন আগেই প্রিসলিয়া ফের বুঝতে পারেন, সে মা হতে চলেছেন। আর সেই খবরে তাঁরা দুজনেই ভীষণ খুশি। তবে ছেলে হোক বা মেয়ে, তাঁরা দুজনেই চান শিশুটি যেন সুস্থ হন।

প্রসঙ্গত, ম্যাক্স হওয়ার আগে প্রিসলিয়ার তিনবার মিসক্যারেজ হয়ে যায়। আপাতত ম্যাক্সের পনেরো মাস বয়স।