নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে একত্রিত করার কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াকে কীভাবে ব্যবহার করতে হয়, সেটা মোদীর কাছ থেকে শেখা উচিত। ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনতার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়া মন্ত্রীদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন মোদী। এভাবেই তিনি সব বিষয়ে মানুষের মতামত নিচ্ছেন।


ফেসবুক পোস্টের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে যুক্ত করা এবং উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন, দারিদ্র্য দূরীকরণের মতো সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে কাজ করার পক্ষে সওয়াল করেছেন জুকারবার্গ।