সন্তান ধারণে সমস্যা, ডিএনএ পরীক্ষায় জানা গেল দম্পতি যমজ ভাই-বোন
Web Desk, ABP Ananda | 16 Apr 2017 05:40 PM (IST)
ওয়াশিংটন: চলচ্চিত্র বা সাহিত্যে এমন ঘটনা দেখা যায়। কিন্তু বাস্তবেও যে এমনটা ঘটতে পারে, সেটা এতদিন অভাবনীয় ছিল। তবে সেটাই দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে। সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হওয়ায় চিকিৎসকের কাছে গিয়ে এক বিবাহিত দম্পতি হঠাৎ জানতে পারলেন তাঁরা আসলে যমজ ভাই-বোন। ডিএনএ পরীক্ষা করা ওই চিকিৎসক জানিয়েছেন, ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় ওই দম্পতির বাবা-মায়ের মৃত্যু হয়। কেউই অনাথ শিশুদের দায়িত্ব নিতে রাজি না হওয়ায় সরকার তাদের দায়িত্ব নেয়। এরপর দুটি পরিবার তাদের দত্তক নেয়। কোনও পরিবারকেই জানানো হয়নি, ওই দুই শিশু যমজ। পরবর্তীকালেও কেউ সেটা জানতে পারেননি। কলেজে পড়ার সময় ওই দম্পতির পরিচয় হয়। পরে তাঁরা বিয়ে করেন। কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেই কারণেই তাঁরা চিকিৎসা করাতে আসেন। এরপরেই চাঞ্চল্যকর এই ঘটনার কথা জানা গেল। ওই দম্পতি জানিয়েছেন, জন্ম তারিখ এক হওয়ায় অনেকেই তাঁদের নিয়ে মজা করতেন। কিন্তু কোনওদিন ভাবতেও পারেননি, তাঁরা যমজ ভাই-বোন। প্রথমে চিকিৎসকের কথা বিশ্বাস হয়নি। কিন্তু পরে ডিএনএ পরীক্ষার রিপোর্ট দেখে বিশ্বাস হয়।