ওয়াশিংটন: এক দশক পর ফের অনেকটা কাছাকাছি এল পৃথিবী এবং মঙ্গল গ্রহ। বিশেষজ্ঞদের দাবি, এক দশক পর এতটা কাছে এল এই দুই গ্রহ।
মঙ্গলবার রাতে এই দুই গ্রহ একে অপরকে ১২০.৭ মিলিয়ন কিলোমিটার (৭৫ মিলিয়ন মাইল)দূরত্বে অতিক্রম করে। নাসার দাবি, এই ঘটনা ফের আবার ৩১ জুলাই, ২০১৮ সালে ঘটবে।
পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে গড় দূরত্ব ২২৫ মিলিয়ন কিলোমিটার (১৪০ মিলিয়ন মাইল)। অনেক সময় এই দুই প্রতিবেশী গ্রহ যখন সূর্যের সম্পূর্ণ উল্টো দিকে থাকে, তখন তাদের মধ্যে দূরত্ব বেড়ে ৪০২.৩ মিলিয়ন কিলোমিটার বা ২৫০ মিলিয়ন মাইল পর্যন্ত হয়ে যায়।
এর আগে পৃথিবী ও মঙ্গল এত কাছাকাছি এসেছিল ২০০৫ সালে। ২০০৩ সালে মঙ্গল ও পৃথিবীর মধ্যে দূরত্ব কমে হয়েছিল ৫৬.৩ মিলিয়ন কিলোমিটার বা ৩৫ মিলিয়ন মাইল। ষাট হাজার বছরে এত কাছাকাছি এরআগে কখনও আসেনি মহাকাশের এই দুই গ্রহ। নাসার গবেষকদের দাবি, ফের এত কাছাকাছি মঙ্গল ও পৃথিবীকে আসতে দেখবে সাধারণ মানুষ আগামী ২২৮৭ সালে।
মে-র মাঝামাঝি থেকে লালগ্রহকে একটু বেশিই উজ্জ্বল দেখাচ্ছে কারণ এখন পৃথিবী ও সূর্যের কাছাকাছি রয়েছে মঙ্গল। জুনের মাঝামাঝি পর্যন্ত এরকমই উজ্জ্বল দেখাবে লালগ্রহকে। তারপর ধীরে ধীরে এর ঔজ্জ্বল্য ফিকে হয়ে যাবে।
এক দশক পর ফের অনেকটা কাছে এল পৃথিবী ও মঙ্গল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jun 2016 03:29 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -