নয়াদিল্লি: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার গুরুতর অসুস্থ। তার প্রাণসংশয়েরও আশঙ্কা আছে। গোয়েন্দা সূত্রে এমনই খবর। চিকিৎসকরা জানিয়েছেন, হাড় ও কিডনির রোগে আক্রান্ত মাসুদ। তাকে অন্তত দেড় বছর শয্যাশায়ী থাকতে হবে। রাওয়ালপিণ্ডির সামরিক হাসপাতালে চলবে চিকিৎসা।
সূত্রের খবর, অসুস্থ হয়ে পড়ায় জইশ-ই-মহম্মদের কার্যকলাপও পরিচালনা করা সম্ভব হচ্ছে না মাসুদের পক্ষে। সে সংগঠনের ভার তুলে দিয়েছে দুই ভাই রউফ আসগর ও আতাহার ইব্রাহিমকে। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনার ভার এখন রউফের উপর।
১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণ-কাণ্ডের জেরে মাসুদকে মুক্তি দিতে বাধ্য হয় ভারত। ছাড়া পাওয়ার দু’বছর পরেই ২০০১ সালে সংসদে জঙ্গি হামলায় নাম জড়ায় মাসুদের। মুম্বইয়ে ২৬/১১ হামলা ছাড়াও একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপে নাম জড়িয়েছে জইশ প্রধানের।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অকেজো কিডনি, শয্যাশায়ী হয়ে ধুঁকছে মাসুদ আজহার
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2018 07:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -