ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম
ABP Ananda, Web Desk | 15 Jun 2018 02:11 PM (IST)
লন্ডন: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। গলায় ক্যানসারের কারণে ইংল্যান্ডে চিকিৎসাধীন কুলসুমের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। দিনকয়েক আগে লন্ডনে তাঁর ক্যানসার অস্ত্রোপচার হয়। এরপর গত রাতে হৃদরোগে আক্রান্ত হন ৬৮ বছরের কুলসুম। তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ জানিয়েছেন, স্থানীয় হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে তাঁকে। তখন থেকে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। স্ত্রীকে দেখতে মেয়ের সঙ্গে লন্ডন গিয়েছেন নওয়াজ শরিফ। নওয়াজের ছেলে হুসেন শরিফ পাকিস্তানবাসীর কাছে আবেদন করেছেন, তাঁর মায়ের আরোগ্য কামনা করে প্রার্থনা করতে। একই কথা বলেছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফও। গোপন সম্পত্তি মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৩ বারের প্রধানমন্ত্রী নওয়াজকে তাঁর পদ থেকে হঠিয়ে দেয়। জুলাই মাস থেকে তাঁর বিরুদ্ধে বিচার চলছে, ফলে স্ত্রীকে দেখতে লন্ডন যেতে পারছিলেন না তিনি। নওয়াজ যদিও দাবি করেছেন, তিনি নির্দোষ, তাঁর অপসারণের পিছনে ষড়যন্ত্র রয়েছে। ১৯ তারিখ পর্যন্ত স্থগিত রয়েছে এই মামলার শুনানি।