নয়াদিল্লি: পাসপোর্ট সহ বৈধ কাগজপত্র সবই রয়েছে। তাও অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ইতালিতে হেনস্থার শিকার হলেন ৩ ভারতীয় ছাত্র। দক্ষিণ ইতালির বেইয়ায় শহরে প্রায় ২৪ ঘণ্টা আটকে রাখা হল তাঁদের। পরে রোমের ভারতীয় দূতাবাসের হস্তক্ষেপে মুক্তি পেলেন তাঁরা।


অক্ষিত গোয়েল, দীপক ভট্ট ও উদয় কুশপতি নামে এই তিন ছাত্র দু’মাস ধরে ফ্রান্সের এক হাসপাতালে শিক্ষানবিশি করছিলেন। এঁদের মধ্যে অক্ষিত ও দীপক আইআইটি দিল্লির ছাত্র, উদয় পড়েন আইআইটি বম্বেতে। ৩০ মে ফ্রান্স থেকে ইতালি ঢোকেন তাঁরা। ভেনিস থেকে আন্তিবেস যাওয়ার পথে ভেন্তিমিগলিয়ায় তাঁদের আটকায় পুলিশ। ৮৫০ কিলোমিটার দূরে বারি শহরে নিয়ে যাওয়া হয় তাঁদের। কেন তাঁদের ধরা হল তার কোনও কারণ না দর্শিয়েই একটি ক্যাম্পে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় যাবতীয় জিনিসপত্র। অপরাধীদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়, ঠিক সেভাবেই নেওযা হয় তাঁদের ছবি, হাতের ছাপ। বারবার জানতে চাওয়া সত্ত্বেও বলা হয়নি, তাঁদের অপরাধটা ঠিক কোথায়। তাঁদের সঙ্গে অন্যান্য যারা বন্দি ছিল, তারা সকলেই হয় আফ্রিকান, নয় পাকিস্তানি। তাই অক্ষিতদের বিশ্বাস, জাতিবিদ্বেষের কারণে আটকে রাখা হয় তাঁদের।

বিষয়টি বিদেশ মন্ত্রকে জানানো হলে রোমের ভারতীয় দূতাবাস ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মুক্তির ব্যবস্থা করে। কিন্তু ততক্ষণে কেটে গেছে প্রায় ২৪ ঘণ্টা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইতালীয় প্রশাসন স্বীকার করেছে, ‘ভুল করে’ ওই তিন ছাত্রকে আটক করে তারা, কারণ কাগজপত্র সব কিছুই তাঁদের কাছে ছিল। বিষয়টি নিয়ে নিজেদের অসন্তোষের কথা ইতালিকে জানিয়েছে ভারতীয় দূতাবাস।