ক্যালিফোর্নিয়া: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিবৃষ্টি করে, এক অধ্যাপককে ঝাঁঝরা করে দেওয়া বন্দুকবাজ আসলে এক বঙ্গসন্তান! IIT খড়গপুরের প্রাক্তনী মৈনাক সরকার! বৃহস্পতিবার এমনই দাবি করা হল এক মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে!
বুধবার আমেরিকায় ঝড় তোলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলার ঘটনা! যে হামলায় মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক উইলিয়াম ক্লুগের।
মার্কিন সংবাদপত্রের দাবি, তদন্তে নেমে পুলিশ জানতে পারে,
ওই বন্দুকবাদের নাম মৈনাক সরকার। মৈনাক IIT খড়গপুরের প্রাক্তনী।
সূত্রের খবর, ২০০০ সালে IIT খড়গপুর থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করেন মৈনাক। তারপর স্ট্র্যাটফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সেখান থেকে ডক্টরেট করতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়।
মার্কিন গোয়েন্দাদের দাবি, যে অধ্যাপককে গুলি করে খুন করেছেন মৈনাক, সেই অধ্যাপকের তত্ত্বাবধানেই ২০১৩ সালে গবেষণাপত্র জমা দেন তিনি। তারপর ওয়ায়ো-র একটি সংস্থায় চাকরি শুরু করেন। কিন্তু, পুরনো সেই সুসম্পর্কে বিবাদের জন্ম সম্প্রতি! মার্কিন দৈনিকের দাবি,
এবছর মার্চে অধ্যাপক ক্লুগের বিরুদ্ধে তাঁর কম্পিউটার কোড চুরি করে অন্য কাউকে দিয়ে দেওয়ার অভিযোগ করেন বছর আটচল্লিশের মৈনাক সরকার। এমনকী, গত কয়েকমাস ধরে মৈনাক ওই অধ্যাপককে লাগাতার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করছিলেন বলে পুলিশের দাবি।
সম্প্রতি, মৈনাক একটি সোশ্যাল মিডিয়ার ওই অধ্যাপক ক্লুগ সম্পর্কে লেখেন,
একজন অধ্যাপককে আমরা যে চোখে দেখি, উইলিয়াম ক্লুগ সেই সম্মান পাওয়ার যোগ্য নন। তিনি সুস্থ মানসিকতার লোক নন। সমস্ত ছাত্রদের উচিত তাঁর থেকে দূরে থাকা।
আরও একটি জায়গায় মৈনাক লেখেন,
...শত্রুর থেকে বন্ধুরা বেশি ক্ষতি করতে পারে। তাই, কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবুন।
একের পর এক লেখা। তারপরই এই হামলা! সূত্রের খবর, অধ্যাপককে খুন করার পর মৈনাক নিজেও আত্নঘাতী হন।
মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি:অভিযুক্ত খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2016 05:34 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -