ওয়াশিংটন: সংবাদমাধ্যম মার্কিন জনতার শত্রু। মিডিয়ার বিরুদ্ধে আক্রমণ আরও এক দফা বাড়িয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প।


সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ আমেরিকার সব কটি সংবাদমাধ্যমকে ফেক নিউজ মিডিয়া আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। টুইট করেছেন, এরা তাঁর শত্রু নয়, মার্কিন জনতার শত্রু।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তাঁর প্রশাসন তেল দেওয়া মেশিনের মত চলছে। ‘অসৎ’ সংবাদমাধ্যম যাই দাবি করুক, হোয়াইট হাউসে কোথাও কোনও গন্ডগোল নেই। সাধারণ মানুষ তাঁর শাসনে খুশি, কোথাও কোনও অস্বাচ্ছন্দ্য নেই।

৭০ বছরের ডোনাল্ড ট্রাম্প বারবার বুঝিয়ে দিচ্ছেন, সংবাদপত্র বা চ্যানেলের মাধ্যমে জনতার দরবারে হাজির হওয়ার থেকে তিনি টুইটার, ফেসবুকের মত সোশ্যাল মিডিয়ায় জনসংযোগ করতে বেশি স্বচ্ছন্দ। নিয়মিত টুইটারে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। আর সেখানেই মিডিয়ার প্রতি উগরে দেন ক্ষোভ।

ট্রাম্পের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের হয়ে প্রচার চালিয়েছিল। এখনও তারা পদে পদে তাঁর সরকারকে ছোট করার চেষ্টা করছে।

কিছুদিন আগে ভোটারদের মধ্যে একটি ওপিনিয়ন পোল করে একটি সংবাদপত্র। দেখা যায়, ফারাক অল্প হলেও বেশি মানুষ বিশ্বাস করেন, সংবাদমাধ্যমের থেকে হোয়াইট হাউস বেশি নির্ভরযোগ্য।