ওয়াশিংটন: সামনেই স্বামী ডোনাল্ড ট্রাম্প।একটু দূরত্ব বজার রেখে হাঁটছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাও আবার নিরাপত্তারক্ষীর কনুই ধরে। বুধবার আমেরিকার ট্রাম্প দম্পতির এই ছবি ছড়িয়ে পড়তেই তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হল। আমেরিকার নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে হাজির ছিলেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প।
আরলিংন ন্যাশনাল সিমেট্রি যাওয়ার সময় মেলানিয়ার নিরাপত্তারক্ষী মাস্ক পরলেও মার্কিন প্রেসিডেন্ট বা তাঁর পত্নী কেউই এদিনও মাস্ক পরেননি। তবে কন্যা ইভাঙ্কা মাস্ক পরেছিলেন।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের স্ত্রী দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছিলেন অনুষ্ঠানে। কিন্তু এর আগে যখন ভেটেরনস ডে বা প্রবীণদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের জন্য আরলিংটনে গিয়েছিলেন তখন স্বামীর সঙ্গে এতটা দূরত্ব বজায় রাখেননি মেলানিয়া। মঞ্চেও স্বামীর পাশে দেখা গিয়েছিল তাঁকে। আর এর জেরেই বিরোধীরা হইচই শুরু করে দিয়েছেন। সামাজিক দূরত্ব নয় তাঁদের ব্যক্তিগত দূরত্বের বহিঃপ্রকাশ বলে গুঞ্জন শুরু হয়েছে বিরোধীরা। তাদের কথায় বিবাহবিচ্ছেদ যে আসন্ন, এ তারই পূর্বাভাস।
সম্প্রতি ট্রাম্পের প্রাক্তন সহযোগী ওমারোসা নিউম্যান জানিয়েছিলেন জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের মেয়াদ শেষের পরেই তাঁদের দা্ম্পত্য জীবনেও ইতি টানতে চলেছেন ট্রাম্প দম্পতি। সেই বিচ্ছেদের জন্য মেলানিয়া কার্যত দিন গুণছেন বলেও জানিয়েছিলেন তিনি।
তবে ভোটের ফলাফল বেরোনোর পরেও মেলানিয়া স্বামীকে বলেছিলেন, সময় এসে গিয়েছে, পরাজয় স্বীকার করে নেওয়ার। যদিও ট্রাম্পের ছেলেরা বাবার পাশে দাঁড়িয়েছিলেন। আবার দিন তিনেক আগে ট্যুইটারে ট্রাম্প পত্নী জানিয়েছেন আমেরিকার মানুষ স্বচ্ছ নির্বাচন চায়--- প্রতিটি বৈধ ভোট, অবৈধ ভোট নয়। আমেরিকার ভোটের ফলাফল নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছেন মেলানিয়া। তবে একাংশের মতে বিচ্ছেদের সুর গত কয়েকমাস ধরেই প্রকট হচ্ছিল আজ তা সামনে এসেছে।
ফাটল আরও চওড়া! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরত্ব রেখে অনুষ্ঠানে মেলানিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2020 03:45 PM (IST)
সামনেই স্বামী ডোনাল্ড ট্রাম্প।একটু দূরত্ব বজার রেখে হাঁটছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাও আবার নিরাপত্তারক্ষীর কনুই ধরে। বুধবার আমেরিকার ট্রাম্প দম্পতির এই ছবি ছড়িয়ে পড়তেই তাঁদের বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হল। আমেরিকার নির্বাচনের ফল ঘোষিত হওয়ার পর এই প্রথম কোনও অনুষ্ঠানে হাজির ছিলেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -