ওয়াশিংটন:  মার্কিন মুলুকে ফের রক্তাক্ত শিক্ষাঙ্গণ। মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে আততায়ীর গুলিতে নিহত দুই ছাত্রী-সহ তিন পড়ুয়া। আহত হয়েছেন অন্তত ৮ জন। সন্দেহভাজন এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। মিশিগান প্রশাসন সূত্রে খবর, ডেট্রয়েটের কাছে অক্সফোর্ড টাউনশিপের ওই স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বছর পনেরোর ওই পড়ুয়া। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১৪ ও ১৭ বছরের দুই ছাত্রী ও ১৬ বছরের এক ছাত্রের। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। 



জানা গিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ডেট্রোয়েটের উত্তরাঞ্চলে অকল্যান্ডে অবস্থিত অক্সফোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক দিয়ে গুলি চালায় এক শিক্ষার্থী। এতে ঘটনাস্থলেই কয়েকজন শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে স্কুল শিক্ষকও রয়েছেন। এ ঘটনার পরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যার যার মতো নিরাপদে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের বিশাল বাহিনী। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির নিয়ন্ত্ররণ নিয়ে নেন তারা। ১৫ বছর বয়সী বন্দুকধারীকে কোনো প্রকার বাধা ছাড়াই আটক করতে সক্ষম হয় পুলিশ।



 

বন্দুক হামলার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিশ্চিত করতে স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে স্কুলে কোথাও কেউ আটকা পড়েছে কি না, তাও খতিয়ে দেখে পুলিশ। পরে নিরাপত্তা বাহিনী জানায়, বন্দুক হামলায় একাই অংশ নেয় ১৫ বছর বয়সী ওই কিশোর। তার কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। হামলার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

 


 

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি টুইটে বলেন,  "অক্সফোর্ড, মিশিগানে যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং শোকের মুখোমুখি হতে হচ্ছে তাদের পরিবারের কাছে আমার শোকবার্তা রইল। এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে নতুন তথ্য পাওয়ার আমি আমার দলের সঙ্গে যোগাযোগ রাখছি।"