ঢাকা: নিরাপত্তা বাহিনীর ভ্যানে থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলাকালে প্রাণ হারিয়েছে গত মাসে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায় ঈদের জমায়েতে বিস্ফোরণ ঘটানোর দায়ে অভিযুক্ত জঙ্গি সফিউল ইসলাম। Rapid Action Battalion (RAB)-এর ভ্যানে সফিউলকে নিয়ে যাওয়া হচ্ছিল। সে সময় সন্ত্রাসবাদীরা গাড়ির ওপর হামলা করে। গুলির লড়াই শুরু হয়। তার মধ্যেই সফিউল নিহত হয় বলে জানান RAB-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম। গুলির আঘাতে জখম হন তিন নিরাপত্তাকর্মী। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, বুলেট, অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলেও জানান তিনি। বিডি নিউজ জানাচ্ছে, সফিউলকে ভ্যান থেকে ছিনিয়ে নিতেই অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা হামলা করে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।
গত ৭ জুলাই শোলাকিয়ার ঈদের প্রার্থনায় অন্তত ২ লক্ষ মানুষের জমায়েতে আচমকা বিস্ফোরণ হয়। দুজন পুলিশকর্মী, এক মহিলাসমেত ৪ জন প্রাণ হারান। পুলিশের দাবি, নাশকতা ঘটিয়েছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জঙ্গি সফিউল।
.
বাংলাদেশে ঈদের জমায়েতে বিস্ফোরণ, পুরোহিত খুনে অভিযুক্ত জঙ্গি ‘গুলির লড়াই’য়ে হত
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2016 12:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -