লেজোতো: ৪৪২ ক্যারাটের হিরের সন্ধান পাওয়া গেল দক্ষিণ আফ্রিকায়। লেজোতোর একটি খনিতে কাজ করতে গিয়ে একজন শ্রমিক উদ্ধার করেন এই হিরেটি। বিএমও ক্যাপিক্যাল বাজারের একজন বিশ্লেশ জানান, ওই হিরেটির বাজারদর প্রায় ১৮ মিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় এই অঙ্কটা আনুমানিক ১৩৫ কোটি।
সূত্রের খবর, বড় আকার ও দুষ্প্রাপ্য হিরের জন্যই লেজোতোর লেতসেঙ খনি বিখ্যাত। এখানকার হিরে সবচেয়ে বেশি দামে বাজারে বিক্রি হয়। কয়েকবছর আগে ৯১০ ক্যারাটের গল্ফ বলের আকারের একটি হিরের খোঁজ মেলে ওই খনিতেই। ৪০ মিলিয়ান ডলারে বিক্রি হয়েছিল সেই হিরে।
খনির কর্তৃপক্ষ জানিয়েছে, অতিমারী আবহে কিছুটা হলেও কমেছে গয়নার চাহিদা। গয়না তৈরি করার জন্য ছোট আকারের হিরে প্রয়োজন। কিন্তু বড় হিরের বাজার প্রায় একই রয়েছে। এই হিরেটিও সঠিক মূল্যে বিক্রি হবে বলেই আশাবাদী তাঁরা।
খনি থেকে উঠল ৪৪২ ক্যারাটের হিরে, বাজারদর আনুমানিক ১৩৫ কোটি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2020 03:00 PM (IST)
লেজোতোর একটি খনিতে কাজ করতে গিয়ে একজন শ্রমিক উদ্ধার করেন এই হিরেটি। বিএমও ক্যাপিক্যাল বাজারের একজন বিশ্লেশ জানান, ওই হিরেটির বাজারদর প্রায় ১৮ মিলিয়ান ডলার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -