নয়াদিল্লি: ‘শত্রু’ দেশের নাগরিকের সঙ্গে সেলফি তোলার সাহস দেখিয়েছেন। তার খেসারত দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হল মিস ইরাক সারা ইদানের পরিবার। সারার অপরাধ, গত মাসে জাপানে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গিয়ে মিস ইজরায়েল আদার গ্যান্ডেলস্মার সঙ্গে একটি সেলফি তোলেন তিনি।

সারা নিজে ইরাকে থাকেন না, তিনি আমেরিকার বাসিন্দা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় নিজের বিকিনি পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তখনই হইচই পড়ে যায়। তারপর তিনি পোস্ট করেন মিস ইজরায়েল আদারের সঙ্গে একটি ছবি। সেই ছবি দেখে ইরাকে রীতিমত অশান্তি শুরু হয়। তাঁর ছবিতে কুৎসিত সব মন্তব্য পড়তে থাকে। হুমকির মুখে পড়ে তাঁর পরিবার। বলা হয়, সারাকে দেশে ফিরে আসতে হবে, মুছে ফেলতে হবে সব ছবি। না হলে খুন করা হবে তাঁকে।

[embed]https://www.instagram.com/p/Bbc-3FlH4LJ/[/embed]

এরপরেই প্রাণভয়ে দেশ ছাড়তে বাধ্য হয় মিস ইরাকের পরিবার।

বাধ্য হয়ে ক্ষমা চান সারা। কিন্তু ছবিটি সরাননি তিনি। টুইটারে সারা জানিয়েছেন, মিস ইজরায়েলের সঙ্গে ছবি তোলার জন্য তাঁর পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে।

ইরাক ইজরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, দু’দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই।