করাচি: জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা ও জামাত-উদ-দাওয়াকে দেশপ্রেমী বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। তিনি জানিয়েছেন, পাকিস্তানের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে এই দু’টি সংগঠনের সঙ্গে জোট গড়ার জন্য তৈরি আছেন।
৭৪ বছর বয়সি পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান মুশারফ এখন দুবাইয়ে আছেন। গত মাসেই তিনি ২৬/১১ হামলায় প্রধান অভিযুক্ত হাফিজ সইদের প্রশংসা করেছিলেন। এবার মুশারফকে উদ্ধৃত করে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম বলেছে, ‘ওরা (লস্কর, জামাত) দেশপ্রেমী। ওরা পাকিস্তানের জন্য কাশ্মীরে নিজেদের জীবন বলি দিয়েছে। এই দু’টি গোষ্ঠীর পিছনে বহু মানুষের সমর্থন আছে। ওদের সঙ্গে অনেক ভাল মানুষও আছেন। তাই ওরা রাজনৈতিক দল গঠন করলে কারও আপত্তি থাকার কথা নয়।’
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে জঙ্গি হামলার পরেই নিষিদ্ধ হয় লস্কর। ২০১৪ সালের জুনে জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু তারপরেও সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এই দুই সংগঠন। জামাত প্রধান হাফিজ গত মাসেই বলেছেন, মিলি মুসলিম লিগ নামের আড়ালে জামাত ২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করবে। মুশারফও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি হচ্ছেন। তিনি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। তবে অনেক দলই মুশারফের প্রস্তাবিত পাকিস্তান আওয়ামি ইত্তেহাদ জোটে যোগ দিতে নারাজ। এই পরিস্থিতিতে নিজে থেকেই লস্কর ও জামাতের সঙ্গে জোট গড়ার ইচ্ছাপ্রকাশ করলেন মুশারফ।
লস্কর, জামাত উদ দাওয়া দেশপ্রেমী, জোট গড়তে তৈরি, বললেন মুশারফ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Dec 2017 02:36 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -