লন্ডন: মঙ্গলে মানুষ পাঠানোর সিদ্ধান্তকে ‘বুদ্ধিহীন ও হাস্যকর’ বলে দাবি করলেন বিখ্যাত মহাকাশচারী উইলিয়াম অ্যান্ডার্স। তিনি ইংল্যান্ডের একটি রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের মঙ্গলে যাওয়ার প্রয়োজন কী? আমার মনে হয় সাধারণ মানুষ এটা নিয়ে খুব একটা উৎসাহী নন।’ এ বিষয়ে নাসা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
১৯৬৮ সালের ডিসেম্বরে অ্যাপোলো ৮ মহাকাশযান নিয়ে পৃথিবী প্রদক্ষিণ করেন অ্যান্ডার্স, ফ্র্যাঙ্ক বোরম্যান ও জিম লাভেল। অ্যান্ডার্সই ছিলেন সেই মহাকাশযানের চালক। পৃথিবীর কক্ষপথে ২০ ঘণ্টা কাটিয়ে ফিরে আসে অ্যাপোলো ৮। এই প্রবীণ মহাকাশচারীই নাসার পরিকল্পনার সমালোচনা করে বলেছেন, ‘আমি মহাকাশে মানবহীন যান পাঠানোর পরিকল্পনাকে সবসময় সমর্থন করি। কারণ, এতে অনেক কম খরচ হয়। বিপুল অর্থ খরচ করে মহাকাশে মানুষ পাঠানোকে সমর্থন করা যায় না।’
সম্প্রতি নাসা সিদ্ধান্ত নিয়েছে, মহাকাশে মানুষ পাঠানো হবে। ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর জন্য প্রযুক্তি ও দক্ষতাগত উন্নতিরও পরিকল্পনা করেছে নাসা। এই পরিকল্পনারই তীব্র বিরোধিতা করেছেন অ্যান্ডার্স।
মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা ‘বুদ্ধিহীন’, নাসাকে তোপ মহাকাশচারী উইলিয়াম অ্যান্ডার্সের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Dec 2018 07:24 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -