বেজিং : আরও নতুন ৫০টি শাখা খোলার সিদ্ধান্ত নিল চীনের ইউনান প্রদেশে তৈরী প্রথম যোগব্যায়াম কলেজ। শনিবার, লিজিয়াং শহরে এই কলেজের প্রথম শাথার উদ্বোধনের পর ইউনান বিশ্ববিদ্যালয়ের তরফে এই ঘোষণা করা হয়।
২০১৫ সালে এই কলেজ উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই চিনে যোগব্যায়াম চর্চার জনপ্রিয়তা বাড়তে থাকে, আর সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যোগব্যায়াম চর্চার সঙ্গে সঙ্গে এই কলেজ ছিল দুই দেশের সংস্কৃতি বিনিময়ের অন্যতম মাধ্যম। ২১ শে জুন আন্তর্জাতিক যোগব্যায়াম দিবসে ভারতের পর সবচেয়ে বেশি অংশগ্রহণকারী দেশ ছিল চিন।
আরও ১০০ টি শিক্ষক প্রশিক্ষন কেন্দ্র ও অ-লাভজনক কোর্স- এরও ব্যাবস্থা করা হবে। বেজিং-এর ভারতীয় দূতাবাসের চার্জ-দ্য অ্যাফেয়ার্স অ্যাকুইনো ভিমল প্রথম শাথার উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনিও।
আরও ৫০টি শাখা খোলার সিদ্ধান্ত নিল চিনের প্রথম যোগব্যায়াম কলেজ
web desk, ABP Ananda
Updated at:
24 Dec 2018 04:53 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -