দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের ৭ বছরের জেল
Web Desk, ABP Ananda | 24 Dec 2018 05:32 PM (IST)
ইসলামাবাদ: দুর্নীতির একটি মামলায় রেহাই পেলেও, অন্য একটি মামলায় সাত বছরের কারাদণ্ড হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। আজ এই সাজা দিয়েছে দুর্নীতি-দমন আদালত। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিচারক মহম্মদ আর্শাদ মালিক গত সপ্তাহে শরিফ পরিবারের বিরুদ্ধে দু’টি মামলার রায় স্থগিত রেখেছিলেন। আজ তিনি জানিয়েছেন, আল-আজিজিয়া স্টিল মিলস ঘুষ মামলায় নওয়াজের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। সেই কারণেই তাঁকে সাজা দেওয়া হচ্ছে। পানামা পেপার্সে নওয়াজের নাম জড়ানোর পর ২০১৭ সালের জুলাইয়ে তাঁকে বরখাস্ত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানের তিনবারের মুখ্যমন্ত্রী নওয়াজের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। তার মধ্যে একটি মামলায় আগেই নওয়াজ, তাঁর মেয়ে মরিয়ম ও জামাই মহম্মদ সফদরের কারাদণ্ড হয়েছে।