আইএস ঘাঁটিতে এমওএবি হানা: জিবিআই-৪৩ বোমা ফেলার মুহূর্তের ভিডিও প্রকাশ করল পেন্টাগন
ABP Ananda, web desk | 15 Apr 2017 12:19 PM (IST)
ওয়াশিংটন: গত বৃহস্পতিবার আফগানিস্তানে আইএসআইএসের ঘাঁটিতে জিবিইউ-৪৩ বোমা ফেলেছে। মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে বৃহত্ এই অ-পারমাণবিক বোমা ফেলার মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। আকাশ থেকে তোলা হয়েছে ওই ভিডিও। 'মাদার অফ অল বম্বস' আফগানিস্তানের নানগড়হর প্রদেশের অচিন জেলার একটি পাহাড়ের একধারে ওই বোমা নিক্ষেপ করা হয়। এর ধ্বংস ক্ষমতা টিএনটি-র ১১ টনের সমতুল। ভিডিওতে দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ ধোঁয়া ও ধুলোর কুণ্ডলী। ছোটখাটো ভূমিকম্প তৈরি করে ওই এলাকায় জঙ্গিদের সুড়ঙ্গ ও ব্যাঙ্কার ধ্বংস করাই ছিল ওই বোমা আক্রমণের লক্ষ্য। দেখুন ভিডিও-