রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে জলবায়ু সংরক্ষণের পক্ষে কথা বলতে গিয়ে বেদের উল্লেখ করেছেন মোদী। তিনি বলেন, প্রকৃতিকে শোষণ করা অপরাধ। তবে মানুষ প্রকৃতিকে কাজে লাগাতে পারে। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখেই ট্রাম্পের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাব দেননি মোদী। তিনি বলেছেন, জার্মানিতেও একই প্রশ্ন করা হয়েছিল। তিনি ভবিষ্যৎ প্রজন্মের কথা ছাড়া অন্য কিছু ভাবছেন না। ভারত একটি দায়িত্বশীল দেশ। পরিবেশ রক্ষা ভারতের পুরনো প্রতিশ্রুতি।
প্যারিসে জলবায়ু সংরক্ষণ নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে সম্মতি জানিয়েছিল ১৯০টি দেশ। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই চুক্তিতে ভারত ও চিন অন্যায়ভাবে বেশি সুবিধা পাচ্ছে। সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তি মানবে না। মোদী অবশ্য জানিয়ে দিয়েছেন, কার্বন কমানোর লক্ষ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর জোর দিচ্ছে ভারত। ২০২২ সালের মধ্যে ১৭৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবস্থা করাই ভারতের লক্ষ্য। পরমাণু শক্তি ছাড়াও সৌরশক্তি, বায়ুশক্তি, জৈবশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করতে চাইছে ভারত। ৪০ কোটি এলইডি বাল্ব বিলি করা হয়েছে। গত তিন বছরে পরিবেশ রক্ষা এবং বিদ্যুতের অপচয় রোধে উদ্যোগ নিয়েছে ভারত।