সেন্ট পিটার্সবার্গ (রাশিয়া): আন্তর্জাতিক শিল্প মহলকে ভারতে বিনিয়োগের ডাক দিলেন নরেন্দ্র মোদী। ১২০ কোটি মানুষের দেশে কৃষি থেকে প্রতিরক্ষা, সব ক্ষেত্রেই বিরাট সুযোগ রয়েছে, পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, একটা সজীব বিচার ব্যবস্থার সুরক্ষা পাওয়া যায়।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামের প্লেনারি অধিবেশনে এই ভাষাতেই আন্তর্জাতিক বনিক মহলে ভারতে লগ্নি করার আহ্বান জানান তিনি।
এই প্রথম এই ফোরামে এলেন মোদী। ভাষণে বলেন, ভারতে আকাশ ছোঁওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। ব্যাবসার জন্য যেখানে ইচ্ছা যেতে পারেন।
তাঁর সরকার পরিকাঠামো, কৃষি, নির্মাণ শিল্প ও পরিষেবায় বিনিয়োগের মাধ্যমে ভারতে উন্নয়ন ঘটাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ৫০টি শহরে চাই মেট্রো, ৫০০ শহরের চাই কঠিন বর্জ্য মোকাবিলা সিস্টেম, পানীয় জল। পাশাপাশি বিশ্বের সবচেয়ে দ্বিতীয় বড় রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। তাকে আরও নিরাপদ, ভরসাযোগ্য করতে হলে পরিকাঠামো প্রসারিত করতে হবে, প্রযুক্তিগত উন্নতিও চাই। স্বচ্ছ ভারত আন্দোলনে ২৫০০ কিমি দীর্ঘ গঙ্গাকে দূষণমুক্ত করার কর্মসূচিও নেওয়া হয়েছে। এইসব মিলিয়ে বিনিয়োগের বিরাট সুযোগ রয়েছে।
কৃষিতে ''বীজ থেকে বাজার''-এ, প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে ফলন বাড়ানো, অর্গানিক চাষবাসে তিনি জোর দিচ্ছেন বলে জানান মোদী। এও জানান, প্রতিরক্ষায় উত্পাদন, পর্যটন, আতিথেয়তা, মেডিকেল যন্ত্রাংশেও বাজার খোলা রয়েছে।
মোদী বলেন, সবাইকে আমন্ত্রণ রইল। আপনাদের সকলকে ডাক দিচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা।
আকাশ ছুঁতে চান! ভারতে আসুন, আন্তর্জাতিক শিল্প মহলকে বিনিয়োগের ডাক মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jun 2017 08:05 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -