তাসখন্দ: #তাসখন্দে চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দেখা নরেন্দ্র মোদীর।

 

সাংহাই কোঅপারেশন সংগঠনের (এসসিও) বার্ষিক সম্মেলনে যোগ দিতে দু দিনের সফরে বৃহস্পতিবার তাসখন্দ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রতি বিশেষ সৌজন্য দেখিয়ে তাসখন্দ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন উজবেকিস্তানের প্রধানমন্ত্রী সাভকাত মিরোমনোভিচ মিরজিওয়েভ। আজই শুরু হচ্ছে বৈঠক। সেখানে আলোচনা হবে ওই গোষ্ঠীতে পাকিস্তানের পাশাপাশি ভারতকেও পাকাপাকি স্থায়ী সদস্য করে নেওয়ার ব্যাপারে। এসসিও চিন প্রভাবিত এই গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানির মতো ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে চায় ভারত। সে ব্যাপারেই সফর মোদীর।

 

তবে তার চেয়েও বেশি গুরুত্ব পেতে চলেছে চিনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে মোদীর নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক। আজই পরে মুখোমুখি বসার কথা দুজনের। শোনা যাচ্ছে, জিনপিংয়ের কাছে মোদী পরমাণু প্রযুক্তি নিয়ন্ত্রণকারী এলিট নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের সদস্যপদের দাবির ব্যাপারে চিনের সমর্থন চাইবেন। এখনও পর্যন্ত ওই গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে চিন। গতকাল তারই ইঙ্গিত দিয়ে চিন এ ব্যাপারে এনএসজি-র সদস্য দেশগুলির মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করেছে। যদিও এ ব্যাপারে আলোচনায় তারা গঠনমূলক ভূমিকা নেবে, এও বলে রেখেছে তারা।

রওনা দেওয়ার আগে মোদী নয়াদিল্লিতে বলেন, ভারত এসসিও বৈঠকে যোগদান থেকে ইতিবাচক ফলের আশায় রয়েছে, বিশেষত অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে। ভারত এসসিও-তে পূর্ণ সময়ের সদস্যপদ পেলে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে অন্য দেশগুলির কাছ থেকে বাড়তি সহযোগিতার সুযোগ পাবে।