বেজিং: পরমাণু সরবরাহকারী গোষ্ঠী (এনএসজি)-তে ভারতের অন্তর্ভূক্তি নিয়ে চিনের আপত্তির বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরইমধ্যে ভারত ও চিন আর্থিক আলোচনা বাতিল হয়ে গেল। আগামী সপ্তাহে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে চিনের অর্থমন্ত্রী লাউ জিওয়েইয়ের বৈঠকের কথা ছিল। এজন্য পাঁচ দিনের সফরে আজই জেটলির চিনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু সূত্রের খবর, প্রস্তাবিত ভারত ও চিনের দ্বিপাক্ষিক অষ্টম দফার আর্থিক আলোচনা বাতিল করা হয়েছে।
সরকারি সূত্রে অবশ্য বলা হয়েছে, আর্থিক বিষয়ক বিভাগের শশীকান্ত দাস ওই বৈঠকে হাজির থাকতে পারবেন না। সেজন্যই আলোচনা স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, দুদেশের মধ্যে এ পর্যন্ত সাত বার আর্থিক বিষয়ক আলোচনা হয়েছে। কিন্তু সবকটি আলোচনাতেই দুদেশের অর্থ দফতরের সচিবরা নেতৃত্ব দিয়েছিলেন। সপ্তম দফার আলোচনা ২০১৪-তে অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে। এবারই প্রথম এই আলোচনা দুই দেশের অর্থমন্ত্রীদের মধ্যে হওয়ার কথা ছিল। সরকারি সূত্রে জানানো হয়েছিল, আগামী ২৭ জুন দুদেশের অর্থমন্ত্রীরা আলোচনায় বসবেন।
উল্লেখ্য, সিওলে এনএসজি-র বৈঠকে ভারতের অন্তর্ভূক্তি নিয়ে আলোচনা হবে। এই গোষ্ঠীতে নয়াদিল্লির যোগদান নিয়ে চিন ও ভারতের মতপার্থক্যের পরিপ্রেক্ষিতে দ্বিপাক্ষিত আর্থিক আলোচনা স্থগিত হয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।