এই সম্প্রদায়ের মানুষের পরিশ্রমকে কুর্ণিশ জানিয়ে মোদীর মন্তব্য, ভারত এবং শ্রীলঙ্কা দুদেশের উন্নয়নেই এঁদের অবদান অনস্বীকার্য।
প্রসঙ্গত, ক্রিকেটার মুরলীধরন এবং এমজিআর-এর নাম উল্লেখ করে তিনি কার্যত সেই বৈষম্যটাই মুছে দিতে চেয়েছেন যেটার সম্মুখীন শ্রীলঙ্কায় তামিল সম্প্রদায়ের মানুষকে প্রতিনিয়ত হতে হয়।
এমজিআর শ্রীলঙ্কার ক্যান্ডিতে জন্মছিলেন। ১৯৭৭ সাল থেকে ১৯৮৭ সাল অবধি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। তামিল ছবিতে তাঁর অবদান রুপোলি পর্দার প্রায় সকলেরই জানা। মুরলীধরনও শ্রীলঙ্কার ক্যান্ডিতেই জন্মেছিলেন। বাইশ গজে তাঁর অবদান সকলেরই জানা। একদিনের ম্যাচ এবং টেস্ট ক্রিকেটে তাঁর সংগ্রহে রয়েছে সর্বোচ্চ উইকেট। ২০০৫ সালে তিনি চেন্নাইয়ে এসে এক তামিল তরুণীকে বিয়ে করেছিলেন।