ওয়াশিংটন: আজ হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজেরও আয়োজন করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে এ ধরনের নৈশভোজের ব্যবস্থা মার্কিন প্রেসিডেন্ট অন্য কোনও রাষ্ট্রনেতার জন্য করেননি।
হোয়াইট হাউসে ট্রাম্প স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীকে। বৈঠকের আগেই মোদীকে তাঁর বিশেষ বন্ধুর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে এই বৈঠকে কী আলোচনা হয়, তার দিকে চিন ও পাকিস্তানের বিশেষ নজর থাকবে। জানা গিয়েছে, প্রায় ৫ ঘণ্টা একসঙ্গে কাটাবেন মোদী-ট্রাম্প। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হবে তাঁদের মধ্যে। বাণিজ্য যেমন থাকবে, তেমনই আলোচনায় আসবে পারস্পরিক বোঝাপড়া, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও দ্বিপাক্ষিক সম্পর্ক। কথা হবে এইচওয়ানবি ভিসা, অসামরিক পরমাণু চুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে বোঝাপড়া নিয়েও।
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই আমেরিকার সঙ্গে পাকিস্তানের দূরত্ব বেড়েছে। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠকে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদের প্রসঙ্গ ওঠাবেন। ফলে এই বৈঠক নিয়ে স্বাভাবিকভাবেই ইসলামাবাদের উদ্বেগ রয়েছে।
হোয়াইট হাউসে আজ মোদী-ট্রাম্প বৈঠক, তাকিয়ে বিশ্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2017 09:06 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -