টোকিও:  ২০১৪ সালে ক্ষমতায় আসার পর বৃহ্স্পতিবার দ্বিতীয়বারের জন্যে জাপান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরআগে দুবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। জাপান পৌঁছে মোদীর বার্তা, তিনি এই সফর থেকে আশা করছেন দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগসূত্র আরও গাঢ় হবে এবং উন্নয়নের পথ আরও মসৃন হবে।তিনি জানিয়েছেন, ভারতকে কার্যত বিশ্বের সবচেয়ে বৃহত্ খোলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করাই তাঁর লক্ষ্য।

জাপান যাওয়ার আগে সামান্য সময়ের জন্যে তাইল্যান্ড গিয়েছিলেন মোদী। সেখানে তিনি তাইল্যান্ডের সদ্য প্রয়াত রাজাকে শেষ শ্রদ্ধা জানিয়ে উড়ে যান জাপান।





আজ জাপানে সেখানকার প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দেখা করে দ্বিপাক্ষিক বৈঠকে সামিল হওয়ার কথা রয়েছে মোদীর। দুদেশের মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষর হওয়ার কথা আছে এই সফরে। সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

 




শনিবার মোদী এবং অ্যাবে টোকিও থেকে কোবে যাবেন। যাওয়ার সময় দুদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা আছে, দাবি সূত্রের। জাপানি আধিকারিকদের দাবি, অ্যাবের মোদীর এই একসঙ্গে যাওয়ার প্রস্তাব খুবই পছন্দ হয়েছে। টোকিও থেকে কোবে যাওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীকে সেখানকার কমার্শিয়াল হাবও পরিদর্শন করানোর পরিকল্পনা রয়েছে অ্যাবের। জাপানের এক সরকারি আধিকারিক সূত্রে খবর, কোবেতে দ্রুত গতিসম্পন্ন ট্রেন প্রস্তুতকারক সংস্থা খোয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিসও ঘুরে দেখার কথা রয়েছে মোদীর।

মোদীর জাপান সফরের লাইভ আপডেট