ঢাকা: বাংলাদেশের নির্বাচনে বিপুল জয়ের পর শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। প্রতিবেশী রাষ্ট্রের উন্নয়নের প্রয়াসে ভারত লাগাতার সমর্থন করে যাবে বলে হাসিনাকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
মোদির বাংলাদেশে ফের সরকার গড়তে চলা আওয়ামি লিগ সভানেত্রীকে অভিনন্দন জানানোর খবর দিয়েছেন হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জানিয়েছেন, টেলিফোনে দুজনের আলোচনায় হাসিনার এই জয় তাঁর কার্যকর নেতৃত্বে বাংলাদেশের চমত্কার উন্নয়নের প্রতিফলন বলে মোদি মন্তব্য করেছেন বলে জানান করিম। মোদি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ভারতের সাহায্য অব্যাহত থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন বলেও জানান তিনি।
নয়াদিল্লিতে বিদেশমন্ত্রক সূত্রের খবর, আওয়ামি লিগের নির্বাচনী সাফল্যে হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোদি আশা প্রকাশ করেছেন যে, হাসিনার ‘দূরদৃষ্টিসম্পন্ন’ নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মৈত্রী সামনের রাস্তায় এগিয়ে যাবে। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ, আঞ্চলিক উন্নয়নের ঘনিষ্ঠ সহযোগী, ভারতের ‘প্রতিবেশীই প্রথম’ নীতির কেন্দ্রীয় শক্তি হিসাবে নয়াদিল্লির কাছে বাংলাদেশের গুরুত্বের কথাও ফের উল্লেখ করেছেন মোদি।
পাশাপাশি মোদিই প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসাবে তাঁকে অভিনন্দন জানানোয় তাঁকেও ধন্যবাদ দিয়েছেন হাসিনা। বাংলাদেশের উপকারে আসায় ক্রমাগত, উদার সহায়তা ও সমর্থনের জন্যও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বাংলাদেশের জন্য ভারতের দায়বদ্ধতা প্রকাশের প্রশংসাও করেছেন।
বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্যে প্রকাশ, ৩০০ সদস্যের বাংলাদেশ পার্লামেন্টে এপর্যন্ত ২৬৭টি পেয়েছে তাঁর দলের জোট। যদিও বিরোধীরা নির্বাচনকে প্রহসন আখ্যা দিয়ে এই ফল মেনে নিতে অস্বীকার করেছে। প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট মাত্র ৭টি আসন পেয়েছে।
পাশাপাশি ইংরেজি, বাংলায় ট্যুইট করে হাসিনার বিরাট জয়ের জন্য ‘হৃদয়ের গভীরতম’ শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
হাসিনার জয় তাঁর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের প্রতিফলন, ফোনে অভিনন্দন বার্তায় বলেছেন মোদি, জানালেন আওয়ামি লিগ নেত্রীর প্রেস সচিব, শুভেচ্ছা-ট্যুইট মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
31 Dec 2018 01:01 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -