ওয়াশিংটন:  হোয়াইট হাউসে আজ দু ঘণ্টারও বেশি সময় ধরে কথা হবে ওবামা, মোদীর। আলোচনার ফাঁকেই মধ্যাহ্নভোজ সেরে নেবেন মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্র্রী। সেখানে থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বিডেনও।

২০১৫-র জুনে ভারত ঘুরে গিয়েছিলেন ওবামা। তার পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও আমেরিকার বোঝাপড়া জোরদার করার বিষয়টিই গুরুত্ব পাবে মোদী, ওবামার সপ্তম বৈঠকে। এমনটাই বলা হচ্ছে হোয়াইট হাউস সূত্রে।

দুই রাষ্ট্রনেতা যাতে তাঁদের আলোচনায় সব বিষয়ে কথা বলার যথেষ্ট সময় হাতে পান, সেজন্যই বৈঠকের আগের সময়ের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক পদস্থ কর্তা। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বেশ অনেকটা সময় পাবেন। তার মধ্যে তাঁরা প্রতিটি ইস্যুই কভার করতে পারবেন। জলবায়ু বদল, স্বচ্ছ জ্বালানি সংক্রান্ত বোঝাপড়া, প্রতিরক্ষা সহযোগিতা, আর্থিক অগ্রগতির ক্ষেত্রে অগ্রাধিকারের মতো ক্ষেত্রে কতদূর এগোন গিয়েছে, সে ব্যাপারে কথা বলতে মুখিয়ে রয়েছেন প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, ঘণ্টাখানেক কথাবার্তা হওয়ার পর দুজনে প্রায় ১৫ মিনিট ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ভাষণ দেবেন বলে ঠিক হয়েছে। তারপরই তাঁরা মধ্যাহ্নভোজনে বসবেন হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে। খেতে খেতেই কথা হবে তাঁদের মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ওই অফিসার।