ভিয়েনতিয়েন (লাওস): ভারতের সঙ্গে পরমাণু সহযোগিতাকে আরও মজবুত করার ডাক দিল মার্কিন যুক্তরাষ্ট্র।
আসিয়ান ও পূর্ব এশিয়া সম্মেলনের ফাঁকে এদিন লাওসের রাজজানী ভিয়েনতিয়েনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানে ভারত-মার্কিন কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন দুই রাষ্ট্রনায়ক।
বৈঠেকর পর মোদী জানান, মার্কিন প্রেসিডেন্টের (পোটাস) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুর্দান্ত একটা বৈঠক হল। বিদেশমন্ত্রক সূত্রে খবর, ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মোদী যে সংস্কারের পথ অবলম্বন করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন মোদী। বিশেষকরে, জিএসটি বিল পাশ হওয়াকে ওবামা গুরুত্বপূর্ণ আখ্যা দেন।
একইসঙ্গে, মোদীর উদ্ভাবনী ও বাণিজ্যিক নীতিরও প্রশংসা করেন। তাঁর মতে, ভারতের মত দেশের জন্য উদ্ভাবনী হওয়াটা জরুরি।
সূত্রের খবর, মোদীকে ওবামা জানিয়েছেন, তিনি চিরকাল ভারতের বন্ধু ছিলেন এবং থাকবেন। তিনি যোগ করেন, ভারতকে তিনি যথাসম্ভব সাহায্য করবেন।
এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তর আলোচনা হয়। আলোচ্যসূচিতে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন ছিল। এদিন বিকল্প শক্তি নিয়ে দুই দেশের মধ্যে কথা হয়। সেখানে পরমাণু শক্তি ও সৌর শক্তির উপকারীতা নিয়ে ভাবনার আদানপ্রদান করেন মোদী ও ওবামা।
কূটনৈতিক মহলের মতে, এটিই সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মোদীর সঙ্গে ওবামার শেষ সাক্ষাত। আগামী জানুয়ারি মাসেই প্রেসিডেন্ট পদ ছেড়ে যেতে হচ্ছে ওবামাকে।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ওবামার আমন্ত্রণে ওয়াযিংটনে প্রথমবার দুই নেতার সাক্ষাত হয়েছিল। গত ২ বছরে এই নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আটবার বৈঠক হল।
প্রেসিডেন্ট পদ না থাকলেও, ‘বন্ধু’ ওবামাকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে রাখেন মোদী। উত্তরে ওবামা জানান, অবশ্যই আসবেন, কারণ গতবারের সফরে তাজমহল দর্শন অধরা থেকে গিয়েছিল যে!
পরমাণু শক্তিক্ষেত্রে ‘বন্ধু’ ভারতকে সবরকম সহযোগিতার আশ্বাস ওবামার
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2016 11:21 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -