মাল্যর বিরুদ্ধে ৯,০০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে গত বছরের মার্চ থেকেই তিনি ব্রিটেনে রয়েছেন। এ বছরের এপ্রিলে লন্ডন পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ৬,৫০,০০০ পাউন্ড বন্ডের বিনিময়ে জামিন পেয়ে যান মাল্য। তাঁর প্রত্যর্পণ নিয়ে লন্ডনের আদালতে শুনানি চলছে।
১৯৯২ সালে ব্রিটেনের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি কর ভারত। তবে এখনও পর্যন্ত মাত্র একজনকেই ব্রিটেন থেকে ভারতে ফেরানো হয়েছে। ২০০২ সালে গোধরা-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত সমীরভাই পটেলকে গত বছরের অক্টোবরে ব্রিটেন থেকে ভারতে আনা হয়। এবার মাল্যকে ফেরানো সম্ভব হবে কি না, সেদিকেই তাকিয়ে সব মহল।