মাল্যর বিরুদ্ধে ৯,০০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে গত বছরের মার্চ থেকেই তিনি ব্রিটেনে রয়েছেন। এ বছরের এপ্রিলে লন্ডন পুলিশ তাঁকে গ্রেফতার করে। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ৬,৫০,০০০ পাউন্ড বন্ডের বিনিময়ে জামিন পেয়ে যান মাল্য। তাঁর প্রত্যর্পণ নিয়ে লন্ডনের আদালতে শুনানি চলছে। ১৯৯২ সালে ব্রিটেনের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি কর ভারত। তবে এখনও পর্যন্ত মাত্র একজনকেই ব্রিটেন থেকে ভারতে ফেরানো হয়েছে। ২০০২ সালে গোধরা-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত সমীরভাই পটেলকে গত বছরের অক্টোবরে ব্রিটেন থেকে ভারতে আনা হয়। এবার মাল্যকে ফেরানো সম্ভব হবে কি না, সেদিকেই তাকিয়ে সব মহল। মাল্যকে দেশে ফেরাতে ব্রিটেনের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী
Web Desk, ABP Ananda | 08 Jul 2017 05:55 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হামবুর্গ: ঋণখেলাপে অভিযুক্ত লিকার ব্যারন বিজয় মাল্যকে দেশে ফেরানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র সাহায্য চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে মে-র সঙ্গে দেখা হয় মোদীর। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি মাল্যর প্রত্যর্পণের বিষয়টি নিয়েও কথা হয় দুই রাষ্ট্রনেতার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে ট্যুইট করে এই খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দফতরও ট্যুইট করে মোদী-থেরেসার বৈঠকের কথা জানিয়েছে।