হ্যাংঝৌ ও নয়াদিল্লি: মাদার টেরিজার সন্ত হওয়ার বিষয়টিকে গর্বিত এবং স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


জি-২০ বৈঠকে যোগ দিতে বর্তমানে চিনের হ্যাংঝৌতে রয়েছেন মোদী। সেখান থেকেই এদিন ট্যুইটারে তিনি লেখেন, মাদার টেরিজার সন্ত উপাধি লাভ অত্যন্ত গর্বের ও স্মরণীয় মুহূর্ত।

প্রধানমন্ত্রী আরও লেখেন, ভারতীয় হিসেবে ভারত রত্ন মাদার টেরিজার ক্যানোনাইজেশনে সকলেই গর্বিত। গরিব-দুঃস্থদের উন্নয়নে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি আলবানীয় ছিলেন। ইংরেজি তাঁর মাতৃভাষা ছিল না। তা সত্ত্বেও, তিনি সেই ভাষাকে গ্রহণ করে গরিব সেবায় নিজেকে নিবেদন করেন।

মোদীর মতোই টেরিজার সন্ত হওয়ায় খুশি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও। তিনি বলেন, হতদরিদ্র থেকে শুরু করে মুমূর্ষু ও পরিত্যক্ত, সহায় সম্বলহীনদের প্রতি তিনি যে সেবা করেছেন, এটা তাঁরই ফল।

মাদারকে ভালবাসা, সমবেদনা ও করুণার প্রতীক হিসেবে বর্ণনা করে সনিয়া আরও বলেন, তাঁর সাত্ত্বিক জীবনধারণ মানবজাতিকে চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে।