হামবুর্গ: জি-২০ সম্মেলনে সন্ত্রাসদমন নিয়ে ফের পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার হলেন নরেন্দ্র মোদী।


এদিন বক্তব্য রাখতে গিয়ে লস্কর-ই-তৈবা ও জয়েশ-ই-মহম্মদের সঙ্গে আইসিস, আল-কায়দা ও বোকো হারামের তুলনা টেনে আনেন মোদী। বলেন, এদের নাম আলাদা হতেই পারে। কিন্তু, মতাদর্শ একই। এরসঙ্গেই নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, কিছু দেশ সন্ত্রাসকে হাতিয়ার করে রাজনৈতিক লক্ষ্যপূরণের চেষ্টা চালাচ্ছে।


মোদী যোগ করেন, লস্কর, জয়েশ ও হক্কানি নেটওয়ার্ক দক্ষিণ এশিয়াতে সক্রিয়। ঠিক যেমন আল কায়দা ও আইএস মধ্যপ্রাচ্যে এবং বোকো হারাম নাইজিরিয়ায় সক্রিয়। জানান, লস্কর ও জয়েশ ক্রমাগত ভারতকে টার্গেট করে চলেছে। অন্যদিকে, হক্কানি আফগানিস্তানে ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে নিশানা করছে।


এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁদের সামনেই আক্ষেপ করে মোদী দাবি করেন, সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া তেমন গতি পায়নি। তাঁর মতে, এই সমস্যার সমাধানে আরও সহযোগিতার প্রয়োজন।


শুধু আক্ষেপ করাই নয়। এদিন সন্ত্রাস মোকাবিলায় ১১ দফা অ্যাকশন অ্যাজেন্ডা-ও পেশ করেন মোদী। সেখানে জায়গা পেয়েছে-- জি-২০ দেশগুলির মধ্য জঙ্গি-তালিকা বিনিময় করা থেকে শুরু করে প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়াকে আরও সহজ ও সরল করা এবং জঙ্গিদের অর্থ জোগানের পথ বন্ধ করার মতো দিকগুলি।