ওয়াশিংটন: তিনদিনের মার্কিন সফরে আজ ওয়াশিংটনে পা রাখছেন নরেন্দ্র মোদী। হোয়াইট হাউসে তাঁর বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাঁকে রেড কার্পেট অভ্যর্থনা দেওয়ার প্রস্তুতি চলছে মার্কিন প্রশাসনের।


ট্রাম্প প্রশাসনের জনৈক শীর্ষকর্তা বলেন, এই সফরকে বিশেষ করে তুলতে খুবই আগ্রহী হোয়াইট হাউস। আমরা রেড কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে চাই। বস্তুত দুই নেতা হোয়াইট হাউসে নৈশভোজে মিলিত হবেন, সেখানে দুজনের কথা হবে। ট্রাম্প জমানায়

এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতার জন্য নৈশভোজের আয়োজন হচ্ছে। এটা খুবই তাত্পর্য্যপূর্ণ বলে মনে হয়।

তবে ট্রাম্প, মোদীর সামনাসামনি কথাবার্তা শুরু হবে সোমবার অপরাহ্নে। কখনও শুধুই দুজনে কথা বলবেন, কখনও আবার প্রতিনিধি দলের স্তরে কথা হবে। রিসেপশনেও মুখোমুখি হবেন তাঁরা। আর সবশেষে দেখা হবে ডিনারে। সেখানেও কথা বলবেন দুজনে।

মার্কিন কর্তাটি বলেন, প্রথমে সামনাসামনি একান্তে কথা হবে দুজনের। তারপর দ্বিপাক্ষিক আলোচনা। ঘন্টাখানেক চলবে বৈঠক। তারপর দুজনে প্রেস বিবৃতি দেবেন। যদিও সাংবাদিক সম্মেলন করবেন না তাঁরা। প্রেস বিবৃতির পর যাবেন ককটেল রিসেপশন। তারপর ডিনার বৈঠক। সুতরাং লম্বা সময় দুজনে কথা বলতে পারবেন। পরস্পরকে জানা বোঝা, দুটি দেশ যে ইস্যুগুলির সম্মুখীন, সেগুলি নিয়ে পরস্পরের কাছে মতামত জানারও সুযোগ পাবেন তাঁরা।
আলোচনা প্রক্রিয়ায় আমেরিকার তরফে থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার, বিদেশসচিব রেক্স টিলারসন, প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস, বাণিজ্যসচিব উইলবার রস, ট্রেজারি সচিবও।