নয়াদিল্লি: ফের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭ ও ৮ জুন ওয়াশিংটনে থাকবেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণেই দু দিনের এই সফরে যাচ্ছেন মোদী। ওবামার সঙ্গে বৈঠক ছাড়াও তিনি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।
রবিবার ইরান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এরপর ৪ জুন কাতারে যাবেন তিনি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র সফর। ওবামা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার পল রায়ানও মোদীকে আমন্ত্রণ জানান। ওবামার সঙ্গে তাঁর বৈঠকে অর্থনীতি, পরিবেশ, প্রতিরক্ষা ও নিরাপত্তার বিষয়ে দু দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
মোদীর আগে মনমোহন সিংহ, অটল বিহারী বাজপেয়ী, পি ভি নরসিংহ রাও এবং রাজীব গাঁধী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। মার্কিন কংগ্রেস বরাবরই ভারত-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এসেছে। সেই কারণেই মার্কিন কংগ্রেসের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চাইছেন।
মোদীর এই সফরের বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট বলেছেন, ৭ জুন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ওবামা। ২০১৫ সালের জানুয়ারিতে ভারত সফরে গিয়ে মোদীর সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও জ্বালানির বিষয়ে আলোচনা করেছিলেন ওবামা। এবারের বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে ফের আলোচনা হবে। অর্থনৈতিক উন্নতি এবং জলবায়ু পরিবর্তন নিয়েও তাঁদের আলোচনা হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
৭ জুন আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাষণ দেবেন মার্কিন কংগ্রেসে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 01:58 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -