জোহানেসবার্গ: দুজনের সাম্প্রতিক বৈঠকগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কে যে ‘গতি’ এসেছে, তা ধরে রাখার প্রয়াসের অঙ্গ হিসাবে আগামী মাসে চিনের প্রতিরক্ষামন্ত্রী ভারত সফরে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মোদী এখানে ব্রিকস সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসেন। এই নিয়ে গত প্রায় তিন মাসে তিনবার মুখোমুখি হলেন তাঁরা। গত এপ্রিলের শেষে চিনের ইউহানে তাঁদের কথা হয়। জুনে চিনের কুইংডাওয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটের ফাঁকেও আলোচনায় বসেন দুজনে।
মোদী জিনপিংকে বলেছেন, এই গতি ধরে রাখাটা জরুরি এবং সেজন্য নিজেদের মধ্যে নিয়মিত আমাদের সম্পর্ক রিভিউ করে দেখে যখনই দরকার, সঠিক নির্দেশ দিতে হবে। তাঁদের সাম্প্রতিক বৈঠকগুলি দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন বল জুগিয়েছে, সহযোগিতার নতুন সুযোগ এনে দিয়েছে বলেও জানান তিনি।
জিনপিং পাল্টা জানান, ইউহানে তাঁদের ঘরোয়া বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কে আসা নতুন জোয়ারকে এগিয়ে নিয়ে যেতে ভারতের সঙ্গে কাজ করতে তৈরি চিন। তিনি দু দেশকেই কৌশলগত যোগাযোগ, পারস্পরিক আস্থা বৃদ্ধি, বাস্তব ক্ষেত্রে সহযোগিতার প্রসারের পাশাপাশি সাংস্কৃতিক লেনদেন, জনসাধারণের স্তরে বিনিময়, আলোচনা প্রক্রিয়া জোরদার করা ও মতপার্থক্যের যথাযথ মোকাবিলার পরামর্শ দেন।
ইউহানেই মোদী ও জিনপিং ভবিষ্যতে ডোকালামের মতো পরিস্থিতি এড়াতে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বাড়ানোর লক্ষ্যে বার্তা বিনিময় জোরদার করার জন্য নিজ নিজ সেনাবাহিনীকে ‘কৌশলগত নির্দেশ’ দেওয়ার সিদ্ধান্ত নেন।
মোদী বলেন, জোহানেসবার্গের বৈঠক তাঁদের সামনে আরও দ্রুত উন্নয়নের বোঝাপড়া জোরদার করার আরও একটা সুযোগ এনে দিয়েছে। বিদেশসচিব বিজয় গোখেল বলেন, প্রধানমন্ত্রী মোদী চলতি বছরে বিশেষ প্রতিনিধি স্তরে সীমান্ত সংক্রান্ত আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে পাঠাতে আগ্রহ দেখিয়েছেন। কুইংডাওয়ে দুপক্ষ একমত হয়েছিল, চিনা প্রতিরক্ষা ও জন নিরাপত্তা মন্ত্রীরা এ বছরে ভারত সফরে যাবেন, যথাক্রমে আগস্ট ও অক্টোবরে।
বেজিংয়ে চিনা প্রতিরক্ষামন্ত্রকের মুখাপত্র সে দেশের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষমন্ত্রী জেনারেল ওয়েই ফেংঘে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের আমন্ত্রণে ভারতে বন্ধুত্বপূর্ণ সফরে যাওয়ার কথা ভাবছেন।
দ্বিপাক্ষিক সম্পর্কে ‘গতি’ ধরে রাখতে আগস্টে ভারত যাচ্ছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী, জোহানেসবার্গে কথা মোদী, জিনপিংয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jul 2018 06:14 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -