ইসলামাবাদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের স্ত্রী বুশরা মানেকার দেশবাসীকে অভিনন্দন। ইমরানের মতো নেতাকে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়ায় তাঁদের প্রশংসা করেছেন তিনি।
পাকিস্তানের সাধারণ নির্বাচনে ঝড় তুলেছেন ইমরান। গতকাল প্রকাশ্যে নির্বাচনে নিজের জয় হয়েছে দাবি করেছেন তিনি। ভোটের ফল বেরচ্ছে ধীর গতিতে। তবে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে তাঁর দল। বিরোধীদের রিগিংয়ের অভিযোগও রয়েছে।

এর মধ্যেই বুশরাকে উদ্ধৃত করে পাক সংবাদমাধ্যমের রিপোর্ট, আল্লাহ সর্বশক্তিমান দেশকে এমন এক নেতা দিলেন যিনি মানুষের অধিকার, স্বার্থের কথা মাথায় রাখেন, দেশবাসীর মঙ্গলে কাজ করতে দায়বদ্ধ। বিধবা, গরিব, অনাথদের শুভেচ্ছা জানিয়েছেন বুশরা। বলেছেন, ইমরান পাকিস্তানের নাগরিকদের জীবনেরও সুরক্ষা দেবেন।
গতকাল ইমরান দেশবাসীর উদ্দেশ্যে প্রথম ভাষণে জানান, তিনি মদিনা-ধাঁচের কল্যাণকর রাষ্ট্র গড়তে চান যেখানে বিধবা, সমাজের দুর্বলতর অংশের প্রতি সহানুভূতির মানসিকতা থাকবে।

গতকাল ইমরানের প্রাক্তন ব্রিটিশ স্ত্রী জেমাইমা খানও ইমরানকে অভিনন্দন জানিয়ে তাঁর 'অসীম ধৈর্য্য, গভীর বিশ্বাস ও হার না মানা মানসিকতা'র প্রশংসা করেন।

বুশরা ইমরানের তৃতীয় পক্ষের স্ত্রী, ইসলামের সুফি ঘরানার আধ্যাত্মিক গুরু হিসাবে পরিচিত। জেমাইমার সঙ্গে ডিভোর্সের পর ইমরান বিয়ে করেছিলেন রেহাম খানকে। তবে ২০১৫ সালে বিয়ের ১০ মাস বাদে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। ইমরানকে উভকামী, কড়া মাদকসেবী ও ব্যাভিচারী বলে নিজের সম্প্রতি প্রকাশিত বইয়ে দাবি করেছেন রেহাম।