মস্কো: টানা তুষারপাতের জেরে বিপর্যস্ত মস্কো। গত দু’দিন ধরে চলছে টানা তুষারপাত। তার উপর গতকাল দিনভর বৃষ্টির জেরে হাড়কাঁপানো ঠান্ডা। খারাপ আবহাওয়ার জেরে রাস্তা প্রায় শুনশান। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউই রাস্তায় বেরোচ্ছেন না।
বরফ ও বৃষ্টির জেরে পথচারীদের পাশাপাশি ভোগান্তি বেড়েছে পূর্ত দফতরের কর্মীদের। রাস্তাঘাট বরফমুক্ত রাখতে প্রাণপাত করতে হচ্ছে তাঁদের। সমস্যা বাড়িয়ে দুর্যোগের জেরে ভেঙে পড়েছে হাজারের বেশি গাছ। চাপা পড়ে প্রাণও হারিয়েছেন এক ব্যক্তি। আহত ৫ জন। শহরের একাংশ বিদ্যুত্হীন। দুর্ভোগে পড়েছেন অন্তত ৫ হাজার বাসিন্দা।
বৃষ্টি ও হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত মস্কো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Feb 2018 12:49 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -