নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য কেমব্রিজ ডিকশনারিতে এবার শামিল হল সাধারণ কথাবার্তায় বহুলভাবে ব্যবহৃত শব্দ 'আচ্ছা'। কেমব্রিজ ডিকশনারির ভাষাবিদরা প্রতি বছরই বিভিন্ন ভাষার বহুল প্রচলিত শব্দগুলিকে ডিকশনারিতে সামিল করেন। সেই অনুসারে, ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষের কথাবার্তায় ব্যবহৃত হয়ে থাকে 'আচ্ছা' শব্দ। আচ্ছা উর্দু ভাষায় সবচেয়ে প্রচলিত শব্দ। শুধু উর্দুভাষীরাই নন, ভারত ও পাকিস্তানে সাধারণের কথাবার্তায় এই শব্দের ব্যাপক প্রয়োগ। বাংলাতেও এর  ব্যাপক ব্যবহার রয়েছে।



ভারত ও পাকিস্তানে উর্দুর পাশাপাশি হিন্দি, পঞ্জাবি, পুস্তু, বালুচি ও বাংলা সহ বিভিন্ন ভাষায় এই শব্দের ব্যবহার হয়ে থাকে। কেমব্রিজ ডিকশনারি এই শব্দ সামিল করে এর অর্থ খুশি ও বিস্ময় জানাতে ব্যবহৃত হয়ে থাকে বলে জানানো হয়েছে। ডিকশনারি এই শব্দ ব্যবহারের পদ্ধতিও জানানো হয়েছে।
উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে, 'আমি এটা অর্ধেক দামে কিনতে পেরেছি'। অন্য ব্যক্তির পক্ষ থেকে খুশি ও বিস্ময় প্রকাশ করতে 'আচ্ছা' শব্দের ব্যবহার লেখা হয়েছে।
'আচ্ছা' শব্দের কেমব্রিজ ডিকশনারিতে সামিলের ঘটনায় সোস্যাল মিডিয়া ইউজাররা তাঁদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। তাঁরা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেমব্রিজ ডিকশনারিতে এর আগে 'হুমম্' ও 'ওহো'-র মতো শব্দকেও সামিল করা হয়েছে।